তোমার
প্রয়োজনে তুমি
খেলে গেছো খেলা;
আমার হাতখানি ছেড়ে গেছো-
তবু প্রাণপণ চেয়েছি ধরে রাখতে,
অবশেষে পেয়েছি যে শুধু তোমার অবহেলা।


তোমার
গড়া ফাঁদে
আমি মরেছি অবশেষে,
আমার সবি নাকি নিয়তি
আর অদৃষ্টের এক রহস্যঘন খেলা;
ভেবে নিয়েছি এটা এক জীবনের দুর্ঘটনা!


তোমার
প্রয়োজনে তুমি
ছেড়ে গেছো আমায়,
তুমি মত্ত তোমার স্বাধীনতায়;
স্বাধীনতার সংজ্ঞা যাচি তোমার কাছে
ব্যক্তি স্বাধীনতা তোমার মতে বলে কাকে?


তোমার
প্রয়োজনে তুমি
ছেড়ে গেছো আমায়,
তাতে আমার কিসের দোষ!
আজ শুনি আমার জন্য নাকি
তুমি হয়ে গেছো একজন ব্রতী সন্ন্যাসিনী!


তোমার
শত অপমানে
নিজেকে ভাবিনি অপমানিত
সকল ভাবনা সমুদ্রজলে সমাহিত,
তাই মুছে দিয়েছি সকল স্মৃতিপট
অবশেষে নিজেকে ভেবে যায় যেন সূর্যপট।


রচনাকাল : ১৬ জুলাই ২০২১ খ্রিঃ
স্থান : বিসিক, ফতুল্লা,  নারায়ণগঞ্জ