অনেক দিনের স্বপ্ন যখন
                 সত্যি হওয়ার পথে,
স্বপ্নগুলো মিথ্যে হলো
             তোমার সর্বনাশা ঝড়ে!


মনের রঙে রাঙা স্বপ্নগুলো
            মুখথুপড়ে পড়লো যখন,
জোছনামাখা পূর্ণিমারাতে
        কৃষ্ণপক্ষের সাহসা আগমন!


আমার আকাশটা সহসা
           হয়ে গেল যেন বিষাদময়,
সে কি যে ব্যথা কি জ্বালা
           সে এক বিষম যন্ত্রণাময়!


বুকের ভেতর চাপা কষ্টেরা আজ
       নিরব রাতে বেদনার ঢেউ খেলে,
অশ্রুনদী যেন বয়ে চলে বুক বেয়ে
     নিঃশব্দে নিরবে যেন তরঙ্গ প্রবাহে।


আমার উত্তাল হৃদয়ের নদী
          শুকিয়ে আজ যেন মরুসাহারা,
দিনে দিনে যাচ্ছি যেন হারিয়ে
      তোমার শূন্যতায়, তোমাতে হারা।


রচনাকাল : ১০ ডিসেম্বর,  ২০২০
#কাজীরবাগ,  উত্তর গোলাপবাগ, ঢাকা-১২০৩