হে প্রিয়তমা,
অামি অাজো ভালোবাসি তোমায় অনেক বেশী;
তুমি অামার পৃথিবী,
তুমি অামার মনের রাজ্যের মহারাণী।


অামি যখন তোমায় ভাবি-
তখন অামার দু'চোখ হতে ঝর্ণাধারার
মত ঝরে অবিরত ভেজা অশ্রুজল,
তোমার জন্য অামার হৃদয় হয়ে-
অস্থির-চঞ্চল।


তোমাকে দেখার সাধ কখনো মিঠেনা,
সহসা দু'চোখে ভেসে উঠে তোমার অাঁখি যুগল;
তুমি অামার হৃদয় দিঘিতে- প্রেমের শতদল।


তুমি অামার ভালোবাসা, অামার প্রাণের প্রিয়জন;
তুমি অামার হৃদয় হতে হারাবেনা কখনো
অার হবেনা কখনো ম্লান,
পৃথিবীর বুকে স্মৃতি হয়ে অাজো-
রামসেতু-তাজমহল চির-অম্লান,
তুমি হবে না কখনো ম্লান।


রচনাকাল : ০৪.০৯.২০১৪ইং