তুমি তার কাছে কভু যেওনা-
যে তোমারে ভালোবাসেনা,
তুমি ভালোবাসা শিখো, শিখো-
বৃষ্টি আর প্রবাহিত নদীর নিকষা।


নীল সমুদ্র ভালোবাসে বলেই-
নদী হাজার মাইল দেয় পাড়ি,
দুজনে ভালোবেসে হারায় শেষে
অবশেষে মোহনায় দুজনে মিশে।


আষাঢ় শ্রাবণে ঝরে অঝোরে-
বৃষ্টিজল এই পৃথিবীর ভূমি 'পরে,
বৃষ্টির জলের ধারা ছুটে চলে-
মিশে একাকার ভূমি কাদাজলে।


ভালোবাসা এমনি এক বাঁধন-
দুই দেহে সর্বদা করে একপ্রাণ,
এর যদি হয় অভাব প্রিয় নিকষা;
তবে, তুমি ভেবে নিও, ভেবে নিও-
সে তোমারে কভু ভালোবাসেনা!


রচনাকাল : ৭ জুলাই, ২০২১ খ্রিঃ
স্থান : ফতুল্লা,  নারায়ণগঞ্জ।