অধরা মাধুরী, বারে বারে দূরে সরে যায়
কাছে আসে বসে পাশে, আবার সে সহসা আকাশে মিলায়।


কী জানি কী ছিলো তাহার মনে
কী ব্যথায় এসেছিলো সংগোপনে
চুরি করে মন পালালো কখন
বুঝিতে পারিনি তখন
তাই ডুবিলাম ভরা সাগরে
ভাবিতেছি এখন আর পারিব কি উঠিতে তীরে?


চপল চঞ্চল, বিমল কিরণ নির্মল, নাচে হাসে গায়
যখনই আমি বলি, "এসো কাছে", শূন্যতায় তখনই সে হারায়।