এখনো আসিলে না, দিলে না দেখা
দিনের আলো মিলায়ে গেলো, চেয়ে চেয়ে দেখি তার সমাপ্তি রেখা।


জেগে উঠে প্রতিদিন ভোরে
আমার হৃদয় মন্দিরের ভিতরে
পুষ্প-পল্লবে স্বপনে করেছি আরাধনা
ছিলো আশা এসে দাঁড়াবে সম্মুখে তুমি পূর্ণ করিতে আমার সাধনা।


যে স্বপন জড়ায়ে নয়নে সারাদিন হয়েছি সমাহিত
সে আমার ডুবে গেলো আঁধারে, তোমার সাথে এখনো হলো না দেখা।


গভীর দীর্ঘশ্বাস, বুঝি বৃথা যায় বেলা
এলো সাঁঝের আঁধার, প্রদীপের আলোয় জ্বলে কুন্ঠিত হেলা।


"আসে নাই আসে নাই সে" - সেই রব উঠেছে চারিদিকে
এখনো করিলে না করুণা, জেগে আছে বেদনা,
করিতেছি প্রহর গননা,
বুকের গভীরে একটি অতলান্তিক।


আসো নাই তুমি, এখনো তাই আমি রিক্ত সিঞ্চিতা, ওগো অবন্তিক।