তুমি কীসের আশায় রইলে বসে
আর কভু কি সেই বেলাটি ফিরে আসে?


নদীর স্রোতে সাঁতার কাটে
উঠানামা এপাশ-ওপাশ  
আনতে বয়ে কী সে খবর
গত দিনের ঘোলা আভাষ।


পথে পথে জমেছে ধুলাবালি
থেমে গেছে পাখির কাকলি
জীবন তরী হয়েছে আজ খালি,
ঝরা পাতার উৎসবে
বাজছে আজি রঙিন ব্যথার বানী,
আর কভু কি আসবে ফিরে সোনার তরীখানি?