বলেছিলে আসিবে আবার বসন্ত প্রভাতে
ভাসিবে প্রেমের অনাদি স্রোতে
আলোর উৎসবে জীবনের নতুন গীতে
আমাদের বাসর পুষ্প-ফুল্লে আশাতে সাজাতে।


আমার প্রাণে এখনো ঝরিছে শ্রাবণী
এখনো শুনি তোমার কথার প্রতিধ্বনি,
তোমার মধুর সুখদায়িনী বদন প্রভাসে
দখিন বাতাসে চঞ্চলতা এখনো যে হাসে।


বনলতা ছায়া এখনো ঢালিতেছে মায়া,
তুমি আর আমি কতদিন দুজনে
বসেছি সে ছায়ায়, ধরেছো জড়ায়ে আমারে
পুরায়েছো সাধ তোমার মনের মতন করে।


এখনো শুনি তোমার সেই বানী -
"তোমার পথ আমার পথে মিলিয়াছে একসাথে,
আমারি তরে তোমার জনম
চিরকাল তাহা রহিবে এমন
জনমে জনমে চির সাথী আমরা দুজন
মরণেও থাকিবে জাগিয়া আমাদের অনুরণন।"

আর তো এলে না, কেটে গেলো বহু যুগ-কাল
পদ্ম পাতায় এখনো দেখিতেছে স্বপ্ন দুই বিন্দু অশ্রুজল।