দেখা হবে না আর
যখনই ভাবি কেমন করে মনের ভিতর
যদি পারিতাম সময়কে ফিরিয়ে আনতে
দেখিতাম ফুল ফুটে আছে সুন্দর
কী মনোরমা, জগতের অতীব অনন্য বাহার!


বহু কাল বহু যুগ ধরে
সাজানো ছিলো থরে থরে
দেখিতাম আর বাসিতাম ভালো,
জগতের সকল আলো
ছিলো রঙিন সেই দুটি নয়নের অভ্যন্তরে।


যাওয়া আসা এই খেলা
এমনি ফুরায়েছে বেলা
পৃথিবীর ধুলায় গিয়েছে ফেলে অমূল্য রতন
আছে পড়ে ভরা খাতা, ছবি আঁকা প্রেম শিহরণ।