ওগো চাঁদ, তোমার হাসি এলোকেশী
মুক্তা বনে পড়ছে ঝরে
কুড়িয়ে নিতে আমি এলাম
নেব আঁচল ভরে,
বিলিয়ে দেবো সবার মাঝে
তোমার এই হাসিটি আমি হেসে।


দিও আমায় তোমার আশীষ
হাসি দিয়ে পারি যেন
সবার মনে ছড়িয়ে দিতে খুশীর আলো
নানা দুঃখ কষ্ট যাদের
তারাও যেন থাকে ভালো
সবাই যেন বলে,
"দেখো, ঐ মেয়েটির হাসি দেখো
মুখখানা ওর চাঁদের মতন
চাঁদের মতই হাসছে সে যে সারাক্ষণ
ঐ মেয়েটির এমন হাসিখানি
ঘুচিয়ে দিলো সবার সকল ব্যথা-গ্লানি।"