বাদলের ধারা হলো কি না সারা
যদি চাও দেখিতে এস তবে ছুটে
এখনো জমা আছে দুই-চারিটা বেদনা বৃক্ষের পত্রপুটে।


হয়েছে কি শেষ ফোঁটা ফোঁটা টুপটাপ,
পড়েছে কি ঝরে হৃদয়ের অতলে অতি চুপচাপ?


কুড়ায়ে রাখিও বুকের কাছে নিরবধি
তাহলে আবার উঠিবে সে উছলি, যেন ভরা নদী
ছিলো সে কার প্রতীক্ষায়
কে জানে কেনো এতদিন দেখা তার পায় নাই।


জনমের ওপারে এত ছোটাছুটি
দেখে নাই কেহ তবু দেয় সাড়া,
কেহ যেন বলে, ধারা হলো শেষ
এবার যেতে হবে, ভীষণ সে তাড়া।