কে তোমাকে চেনে?
কেউ নয়।
পৃথিবীতে এই ক্ষণিক সময়
শুধু নিশি যাপনের মত।


ভাবিছো, আত্মীয়-স্বজন
বন্ধুত্বের নানা পরিচয়
রেখেছে ঘিরে তোমাকে,
তোমার জীবন কর্মময়?


তোমার আছে সত্তা
অহংকার, গর্ববোধ
আছে জীবনের পরিচয়
জন্ম-মৃত্যুর ক্ষণ.


এমন হিসাব কেন করো
সহস্র বছর আগে এ ধরায়
ছিলো তোমার পূর্ব পুরুষ -
বলোতো এখন তারা কোথায়?


কেহ কি চেনো তাদের
কোথায় আছে তারা
রেখেছ কী অবদান?
সকলি এখন কালের ধুলায়।


থাকিবে না তুমিও
রাখিবে যে তোমা্রে মনে
নিজেও সে থাকিবে না,
তাই মিছে কেন আত্ম গরিমা?


শেষ হও, শেষ হও
শেষ করে দাও তুমি
নিজের সকল অহংকার
হও তুমি সাধারণ সবাকার!