এলো ঝড় এলো
কোথায় উড়ে গেলো
আমাদের স্বপ্নগুলো,
ভাগ্যহত বঞ্চিত জীব্ন।


হাওয়া ভীষণ ভারী
ডুবেছে পৃথিবীর তরী
তীব্র স্রোতে সকলে ভেসে চলি
জানি না বাঁচি কি মরি।


কী হলো তারপর?


সে কথা জানার সময়
এখনো বহুদূর -
এখনো সকলে অপেক্ষায়
যদি পারি উঠিতে তীরে,
অথবা ডুবে যাই
গভীর গভীরে।


যাহা থাকুক ভাগ্যলেখা
ভাবিবার কিছু নাই
আছে সত্য সুন্দর
হবে না অসুরের জয়
নিশ্চয় হবে প্রতিষ্ঠা
সংগ্রাম শেষে বিশ্ব মানবতার।