তোমার সাথে আমার হলো দেখা
সে ছিলো তোমার-আমার ভাগ্য লেখা
আকাশের নীহারিকা লিখেছিলো সেই লিপিকা
জন্ম জনমের পরিচয়।


তখনো আসেনি বসন্ত তবু ফুটেছিলো ফুল
দুলেছিলো লতিকা, কর্ণে স্বর্ণের দুল
মুখ তুলে মালবিকা প্রশ্ন করেছিলো
এ আমি কোথায়, হয়নি তো পথ ভুল?


ভালোবেসে ছায়াপাশে বট মাতা দিয়েছিল স্থান
করেছিলো স্নেহ দান
তোমার অপেক্ষায় তখন ছিলো আমার ভুবন
চঞ্চল প্রাণ, স্বপনে মোহময়।