যে আমাকে চায়
তাকে আমি দেবো আমায়
ফুলের শয্যায় ধুলার খেলায়
সন্ধ্যা দীপের শিখায়
আমাকে সে দেখিবে আলো-আঁধারের প্রভায়।


গত কালের বিগত পাতা
ফুলের সুবাসে লিখেছিলাম আগামী দিনের কথা
হৃদয়ের কোণে একলা মনের হারানো ক্ষণে
লুকায়ে রেখেছিলাম সেই লিপি চৈত্র বনে;


তারা ভরা দিশাহীনা নির্লিপ্ত রাতে
অসীম অতল গভীরের নিঃশব্দ স্রোতে
ঘাসের ভীড়ে ঝরে পড়া বকুলের সাথে
মিশায়ে রেখেছিলাম কিছু বেদনা।


যে আমাকে চায়
সব কিছু দেবো তাহার হাতে
রাখিবো না কিছু আর আমার সাথে
সকলই সে পাইবে বিনা সাধনায়।