আঁখিপাতে কী ব্যথাতে করিতেছে জল টলমল
স্বচ্ছ সরোবরে খেলিতেছে নিটোল ঢেউ অনন্তকাল
সে বেদনা কাহার অন্তরে এনেছে পূর্ণতা ক্ষণতরে বারে বারে -
তবুও অশেষ অপূর্ণতা কালের ধারায় ঝরিতেছে বিরামহীন।


সারাদিন সেই সরোবরে কাটিতেছে কে সাঁতার
উল্লাসিনী প্রণয়িনী মধুরিমা রূপ তাহার
বিভাসিত কমল ফুল যেন আছে ফুটে নিকশিত বাহারে
চঞ্চলা সে, যত দেখি মিটে না সাধ, চাই করিতে স্পর্শ তারে।


ওগো উদ্বেলিত আঁখি, তোমার দেখাদেখি
ছুটিলো ঝর্ণাধারা, পড়িলো ঝরে পর্বতমূলে একাকিনী,
কল্লোলিনী ভরিলো গগন সুধাময় সংগীতে
প্রণয়গীত, কে জানে সে পড়েছে কাহার প্রেমে!