নানা পূজা-পার্বণে চারিদিক মেতেছে উৎসবে
হাসি-খুশী কত আনন্দ, উচ্ছ্বলিত নানা পল্লবে
মর্তে এসেছেন দেবতা ও দেবীরা, সাথে আশীর্বাদ
বহু আয়োজন, বহু আরাধনা, পেতে তাদের কৃতার্থ প্রসাদ।


এত খুশীর মাঝে তবুও কোথায় যেন কাঁদছে মহাকাল
ক্ষুধার্তজনের ভাগ্য চাকা চিরকাল থেকেছে অকাল


জীবনের বারোমাস তাদের অন্ধকারেই কাটে
ঋতুরা সব ওদের করেছে বঞ্চিত, কর্দমেই ওরা হাঁটে
কোনদিন হয় না ওদের জীবনের কোন পরিবর্তন
যদিও সময় চলে নানাবেশে দেশে দেশে বিচিত্র বরণ
ওদের পথে কলিকাল ফাঁদ পাতে, চির দুঃখের বাঁধন
বুভুক্ষা পেট, বঞ্চনা-অভাবে ক্লিষ্ট ব্যথায় কাটে সারা জীবন।


পথ শিশু ওরা, পথে জন্ম, সকল হারা, পথে ঘর-বাড়ী,
অন্ধকার বিভীষিকায় স্পন্দিত ওদের বুভুক্ষু নাড়ী
ভাঙা হাল ছেড়া পাল স্বপ্নহীন হতাশা
ওদের কাছে আছে কি কারো অন্য কোনো প্রত্যাশা?


আছে কি কোন দেবতা-দেবী, অথবা মানব-মানবী কোথাও
দেখাবে ওদের একটুখানি ক্ষীণ আলো
নেবে তুলে কোলে, ধরবে বুকের কাছে
দেবে আশার বানী, স্বল্প হলেও বাসবে কিছুটা ভালো?