সেই তো চলে যাবে, আজ হোক, কিংবা আগামী দিন
থাকিবে না কিছুই, কেউ খুঁজে পাবে না কোথাও কারো কোন ছায়া
তবে কেন জড়িয়ে রাখো ছলনার চাদরে ঢাকিয়া রেখে মায়া?
তবুও থাকো, যদি থাকিতে চাও সাথে কিছুক্ষণ।


বলো না কোন কথা, অবশেষে যদি পাও ব্যথা
সেই ভয় জাগে মনে, তার চেয়ে অকারণে,
এস, ঘোরাফেরা করি হাত রেখে হাতে
সুখের সুবাসে সময় কাটাতে
বটের ছায়ায় রচনা করি পাতার নীড়।
দখিনা বাতাসের ভিড়
উড়াবে যখন শুকনো পাতা, দেখিবো তাদের রঙ পাশাপাশি বসে,
হৃদয়ের ভুল দিব উড়ায়ে এলোকেশী আকাশে।


সাঁঝের আঁধারে যাব ফিরে যে যার ঘরে।
তাই, কী আছে জীবনে, অত হিসাবের কী প্রয়োজন?
থাকিবো না আমি, থাকিবে না তুমি,
জড়ায়ে মিছে আশা কেনো তবে গড়িতে চাও প্রেমের সমীকরণ?