এ কী দুখ, এ কী সুখ
এ কী পরম ব্যথা চেতনা উন্মুখ।


জানালা খুলে ঘরের চাওয়া
বাইরে থেকে এলো হাওয়া
সকল আলো সকল কথা, যেন আমার স্বপ্নে পাওয়া
হৃদয় দিয়ে নিলাম তুলে, বৃষ্টি জলে মিষ্টি নাওয়া।


বলছি তোমায়, এমন দিনে
ভুল করো না নিতে আমায় চিনে
ভুল হলে ভুল, আর কোন দিন ফিরবে না সে দিন
দুখের বনে সুখের হাওয়া
জাগবে না আর, আশা রবে ঊষর মলিন।  


রূপ ছড়িয়ে অরূপ ছটায়
আজকে তুমি পুষ্প ফোটাও
ডালে ডালে পাতায় পাতায়
মোহন দোলে দোলাও হাসি
নানা বরণ রাশি রাশি
আলো ছায়ায় লতায় লতায়।


অরূপ শোভমান, করেছো আমার হৃদয় হরণ
সেই রূপেতে আজকে তোমায় করবো বরণ
তুমি আমার চিরকালের, বাঁধন তোমার দৃষ্টি চয়্ন
দুখের বীথি সুখের প্রীতি, সপ্তধনু প্রিয়তম।