যে পাতা ঝরিয়া গেলো সে কোথায় গেলো বলিয়া গেলো না আমায়
প্রতিদিন প্রশ্ন করি, আমি খুঁজি তাকে অনন্ত শূন্যতায়
আভাসে-প্রতিভাসে সে কাছে আসে, তবু পাই না আমি দেখিতে তায়।


মাঝে মাঝে মনে মনে গুঞ্জরিয়া পরশ করে স্মৃতির বেদনায়
আসিবো-ভাসিবো করিয়া অদৃশ্য সাগরে ঊর্মি মাঝে আবার হারায়।


অনুভবে পাই তাকে, জীবন স্রোতের ঘুর্ণিপাকে
হাসিয়া-কাঁদিয়া খেলিয়া অদৃশ্য লোকে সে স্মৃতি আবার বিস্মৃত হয়
চলে যায় অনন্ত পথে অনন্তের অন্তহীন ঠিকানায়।


আমি দেখিতে পাই না তাকে, সে যে ঝরা পাতা
গিয়েছে কবে উড়িয়া, রয়েছে তবু তাহার ভরা মায়া
আমার চোখের ভিতর মনিছায়ায়
এখনো সে তাই নানা রঙে রঙিন, সুখের আবেশে দুঃখের গাঁথা বিমলিন।