তুমি বলো নাই করিবে এমন ছলনা
আগে পিছে তাই  কখনো কিছু ভাবি নাই
দিয়েছিলাম সপে তোমাতে আমায়, ওগো প্রণয়নিনী ললনা।


যখন এসেছি তীরে
বয়েছে বাতাস সুমধুর ধীরে
শীতল হয়েছে শরীর
হয়েছে শান্ত অতি ক্লান্ত অধীর
তোমার আঁখি পল্লবে
ভরা ছিলো মায়া, চেয়েছিলাম তার কিছু ছায়া।


বুঝি নাই আগে অরূণ রক্তরাগে তোমার লজ্জা যাবে ফিরে
আমকে রেখে শূন্যতার হাহাকারে
বেদনা মথিত সিঞ্চিত পর্ণ কুটিরে বিস্মরণের কৃষ্ণ গহ্বরে।