আমি ডাকিতেছি তোমাকেই, এসো এসো এসো
পাতার দোলে যেমন ছায়া দোলে তেমনি তুমি হাসো,
সুকোমল দোলায়িত অংগে এসো নানা রঙ্গে
ছন্দের ছন্দে সুমন্দ আনন্দে বিভাসিত সুখে বিভাসো।


ভরাও সুধায় জীবনপাত্র, উচ্ছ্বলিত মত্ত প্রমত্তে
বিনাশ করো সকল দুঃখভার, সুঢৌল আনন্দ কমল
ফুটাও সরোবরে, অর্ধ নিমীলিত মদির আঁখি আমার
ডুবে যাক তোমার মদিরাক্ষী রূপের অহংকারে।


কন্ঠে মনিহার, এসো মনোলোভা বেশে স্বর্ণমুকুট পরে
কোহিনূর সাজে পল্লবিত কুসু্মে নীলাম্বরী আঁচল ভরে।