আজো কি রেখেছো মনে
দিয়েছিলে একদিন এক ফোঁটা শিশির
আমি রেখেছিলাম তারে
আমার আঙিনার ধারে ঘাসের উপরে


ভেবেছিলাম আসিবে আবার ফিরে
উড়ায়ে নিয়ে যাবে নীলিমার অসীম প্রসারে
উন্মোচিত হবে আশার দুয়ার স্বপ্নের ভিতরে


অপূর্ব উজ্জ্বল দ্যুতি, সুন্দর প্রদীপ্ত দীপ্তি
লালিত্যে মোহনীয় সৌন্দর্য্যে লাবণীয়
প্রিয় সেই শিশির বিন্দু
আজো পড়ে আছে সেই আঙিনায়
আছে তোমার প্রতীক্ষায়,
কবিতার পরে কবিতা লেখে
আর বাতাসে উড়ায়, আছে আশায় আশায়
উড়িতে উড়িতে সেই কবিতা
যদি কোনদিন তোমার প্রেমের স্পর্শ পায়!