তুমি খুশী থাকো, খুশীতে যেমন খুশী তেমন থাকো
খুশী মত যেমন চাও যেদিকে চাও আপন মনে তেমন দেখো
যেমন খুশী তেমনি তোমার মনের খাতায় স্বপ্ন আঁকো
ঝর্ণা জলে সাঁতার কাটো যখন তোমার যেমন খুশী
খুশীর ডালে কথার বোলে নিত্য তুমি ফোটাও হাসি।


খুশী মত গগনেতে ছুটছে রবি-গ্রহ-তারা
যেমন খুশী ছুটছে নদী, জোয়ার-ভাটায় খুশীও বাঁধনহারা।


ইচ্ছে আমার খুশীতে তোমার, তাদের মতই দেবো নাড়া
ভাঙ্গবো বাঁধন, থাকবো আশায় যদি পাই একটু ছোট্ট সাড়া।


তুমি খুশী থাকো, ইচ্ছে আমার সারাটাকাল তোমায় খুশী দেখি
আকাশ পারে দাও না ছেড়ে উড়িয়ে খুশীর পাখি।
ইচ্ছে আরো, তোমার খুশীর মাঝে যদি পারো
অল্প হলেও সন্ধ্যেবেলা আমাকে একটু খুশী করো।