তুমি যখন এলে কাছে কে আমাকে ভিতর থেকে ডাকলো তবে
বললো, ওকে দেবে কী রেখেছো কি তা ভেবে?


ভাবনা আমার হলো এলোমেলো
নানা কথা মনে এলো, আবার কোথা দিয়ে কে যে কেমন করে পালিয়ে গেলো
প্রশ্নটাতো কঠিন বটে, ঝরলো বটের পাতা
তাই দিয়ে সেই বানিয়ে নিলাম একটি ছোট্ট খাতা
লিখবো আমার মনের ব্যথা তারই পাতায় পাতায়
সেই পরশটি আমি দেবো তোমার যাবার বেলায়।


বিদায় ক্ষণ কখন এলো ধীরে
ঝরে গেলো সময়গুলো আষাঢ় যেমন ঝরে সারা আকাশ ঘিরে
চেয়ে দেখি খাতা আমার পাতায় পাতায় সকল গেছে মুছে
কখন যেন পড়েছিলো শিশির, তার ছোয়াতে লেখার বাঁধন সকল গেছে ঘুচে।


লজ্জা আমার রাখি কোথায় পাই না ভেবে আর
এমন সময় কাছে এসে বললে তুমি, "নিলাম তোমার উপহার -
তোমার প্রাণের ছোয়া, মনের বেদন রইলো গাঁথা আমার বেদনায়।"
চেয়ে দেখি হৃদয় ভিতর, আমার সকল কিছু ফেলেছি দিয়ে তোমায়।