ইরাক থেকে সিরিয়া
প্যালেস্টাইন কিংবা তিউনেশিয়া
ধূর্তেরা আজ জোট বেঁধেছে, ডানা মেলেছে মৃতেরা ।
চেতনার বুকে মড়ক লেগেছে
বিবেকের চোখ লাল
হানাহানিতে মত্ত শকুন, কাব্য লেখে মহাকাল।


শিরা উপশিরা জমাট বেঁধেছে
ক্ষয়িষ্ণু প্রাণে ক্রন্দন
অন্ধকারে মিলিয়ে গেছে নৈমিত্তিক হৃদস্পন্দন।
বাতি নেই আজ আপন ঘরেও
দুঃসহ অন্ধকার
কণ্টকিত গলিতে মরণ যজ্ঞ, আতঙ্ক-হাহাকার।


পথে প্রান্তরে, নষ্টগলিতে
অমরত্বের লোভ
সনাতন মনে রব উঠেছে, বিলাসী বিক্ষোভ !
রক্তপাতে ইতিহাস হয়
ধর্ম বর্ণে ক্ষোভ
মনুষ্যত্বকে ভাসিয়ে নিয়েছে রাহুগ্রস্থ স্রোত।


মৃত পৃথিবীতে অভিশাপের মিছিল !
মস্তিষ্কের নিউরনে,অবসন্ন অন্তরে দখলদারের উৎসব !
প্রেসক্লাবের সামনে চলছে অদ্ভুতেড়ের প্রতিবাদ !!!


কাব্যগ্রহ্নঃ হৃদিযুদ্ধকাব্য