একটা যান্ত্রিক শরীর চাই আমার।
কাম হীন, কামনা হীন, বাসনা হীন;
আশা হীন, স্বপ্ন বিহীন একটা যান্ত্রিক শরীর ।
যেন,
সিএফসি বাড়লেও শরীরের বরফ না গলে যায়,
হিমালয় কিংবা এন্টার্কটিকার জমানো বরফের মত।
অথবা বরফ গলা কামনার সমুদ্রের উচ্চতা বেড়ে
আঁধারের বুকে জেগে না উঠে শরীরের
ভয়ানক পিপাসু সে দানব।
আমি তেমন একটা যান্ত্রিক শরীর চাই।


আমি একটা যান্ত্রিক শরীর চাই,
যার হৃদয়ে ভালবাসার কোন ঠাই হবেনা।
কোন উষ্ণ কমল স্পর্শেও যার আগ্নেয়গিরি আর
কখনো ভিসুভিয়াস হবেনা।
আমি তেমন একটা যান্ত্রিক শরীর চাই আমার।


আমি রাতের আঁধার কে জড়িয়ে ঘুমোতে চাই,
পৃথিবীর মত।
শরীরের দানবটাকে ভুলিয়ে রাখতে চাই
মাংসের ঊষ্ণতা থেকে।
আমায় একটা যান্ত্রিক শরীর দাও কেউ,
আমি বাঁচতে চাই মহাশূন্য হয়ে।।


#নীলকান্ত©
প্রকাশকালঃ ৪ আগষ্ট ২০১৬