আচ্ছা যদি একটা কবিতা
অসম্পূর্ণ রেখে আমাকে চলে যেতে হয়
তবে কি খুব রাগ করবে তুমি?
যদি কোনো একটি কবিতার একটি পংক্তিতে
কিছু রাগ অভিমানের শব্দগুলোতে
ফুটে উঠে চৈত্র-বৈশাখ
তবে কি খুব রাগ করবে তুমি?


যদি কোনো একটি কবিতায়
পূর্ণিমার রাত ঢেকে  যায়
অমাবস্যার ঘুটঘুটে অন্ধকারে,
যদি ছন্দহীন কোন এক কবিতার পঙক্তিতে
শরতের আকাশে বিরহের বৃষ্টি ঝরে
তবে কি খুব রাগ করবে তুমি!


যদি কোনো একটি কবিতায়
ভালোবাসার মৃত্যু হয়
অবিশ্বাসের ঝড় হাওয়ায়,
যদি ছন্দহীন কোন এক কবিতার পংক্তি
হাসির আড়ালে বিরহ ভাসায়
তবে কি খুব রাগ করবে তুমি?
তবে কি খুব, খুউব রাগ করবে তুমি!
খুব রাগ?


- নীলকান্ত©