আমি কি এখনো সেই ছোট্ট খোকা
আছি নাকি?
যে তুমি,কার্টুন দেখিয়ে মন ভুলাবে?
আমি কি সেই ছ'বছরের সুবোধ বালক!
যে তুমি, লাঠি লজেন্স দেখিয়ে মন ভুলাবে?
আমি আজ ২৫ বছরের উদ্দাম যুবক,
কার্টুন দেখে দেখে আর মন ভরে না,
এবার রক্ত-মাংসের মানুষ চাই।
যার উলের মত হাত আছে,
হরিনীর মত চোখ আছে,
মেঘ কালো চুল আছে যার,
আছে কলমিলতার দেহ।
গোলাপের মত ঠোট আছে যার,
হুইস্কির মত উন্মাদনা আছে যার।
পশমি বলের মত বুক আছে যার,
আছে কোকিলের মত কন্ঠ।।


আমি কি এখনো সেই ছোট্ট খোকা আছি নাকি!
যে তুমি, কথার জালে মন ভুলাবে?
আমি কি সেই ছ'বছরে সুবোধ বালক
আছি নাকি?
যে তুমি, রঙিন ঘুরির লোভ দেখিয়ে
আমায় কাছে নেবে!
আমি আজ ২৫ বছরের হালহীন,পালহীন নৌকা,
যার নোঙর করার তীর প্রয়োজন,
যার, দীর্ঘ যাত্রার জন্য পাল প্রয়োজন।
প্রয়োজন, একটা হাল।।


দীর্ঘ সমুদ্র পথের ক্লান্তি ভুলানো নাচ প্রয়োজন,
গান প্রয়োজন।
প্রয়োজন, তোমাকে।।


#নীলকান্ত ©
[[০১/১১/২০১৪ 02:18am]]