1
পাপীষ্ঠ মনের জেলখানায়।
বন্দী এই বর্ণচোরা মন,
মিনারের সিঁড়ি বেয়ে উষ্ণ রক্তের সঞ্চালন,
দৃঢ়তার হুংকার ছড়ায় যেন
শ্বাস প্রশ্বাসের প্রতিটি উঠানামায়।


2
আমি নির্লজ্জের মত চেয়ে থাকি,
অভুক্ত সিংহের মত ওৎ পেতে বসে থাকি।
ক্ষুধার্ত মন নিয়ে তোমার প্রতিক্ষায়।
আমি বুকের মধ্যে মুখের কথা লুকিয়ে রাখি,
চোখের চাহনিতে লুকিয়ে থাকে তৃষ্ণার্ত দাঁড়কাক।
শরীরের ঘামে ঝড়ে কামনার কলরব, যেন
সুযোগ পেলে ছিন্নভিন্ন করে দিতে পারি সব।


3
মাংসল রক্তজবার পাপড়ির লোভে
জাগতিক পাপ করে ভর, আমার উপর।
পাপী হৃদয়, পাপী মন করে চিৎকার।
আমি মানুষের মত হয়ে বাঁচতে চেয়েও
অমানুষই হয়ে রই বারবার।।


#nilkanto©
#নীলকান্ত
১৫/০৮/২০২০