পাশাপাশি হেটে অনেকটা পথ দিয়েছি পাড়ি,
অনেকটা বন্ধুর পথ একসাথে।
কথা ছিলো, বন্ধুর পথ পেরুলেই পিচঢালা জীবন;
সুখ আর সুখের স্বপ্ন বুনবো তাতে।
কিন্তু-
এখন যখন পিচ ঢালা পথে এসে দাঁড়িয়েছি
তখন দুজনার দুটি পথ আলাদা হয়ে গেছে!
স্বপ্নের সুতো ছিড়ে গেছে স্বার্থের কড়িতে।
হয়ত এভাবেই ছিঁড়ে যায় সব,
ছিঁড়ে যায় সব বন্ধন এসে পিচঢালা এই পথে।।


বড়ই নিষ্ঠুর এ পথ ,নিষ্ঠুর এই পিচঢালা জনপদ।
স্বার্থের কাছে ভালবাসা হয় বধ,
সত্যিই, এ এক নিষ্ঠুর জনপদ।
দেখ,
নেই পথে যখন পথ খুঁজে নিয়েছিলাম, তখন
চলেছিস একসাথে।
আর এই পিচঢালা জনপদে হারালি তুই, চাকচিক্যের অন্ধ অলিগলিতে!
হায়রে প্রেম! হায়রে ভালবাসা!
দুঃসময়ে ভোল বদলাতে তোর জুড়ি মেলা ভার,
বলতে পারিস,এ তোর কেমন অহংকার?
ভিখারি বলেই কি তবে আজ তুই রুদ্ধ করলি দ্বার??
বুঝলাম, এটাই ছিল পরিহাস বিধাতার!
স্বেচ্ছায় যখন হারিয়েছিস তুই,
তখন ফিরিয়ে আনার সাধ্য আছে কার!!


#নীলকান্ত©