পৃথিবীর বয়স বাড়ছে ......।
পাহাড় গুলো বয়সের ভারে নুঁয়ে পড়ছে,
সুর্যটা ক্ষয়ে পড়ছে ধীরে ধীরে রোদ্দূরের সাথে,
সমুদ্দুর ঠিক ফুসছেনা আগের মত ।
ঝড়গুলো হারিয়েছে সব কোন সুদূর,
বাতাসেরা ফিরছে ক্লান্ত বিধুর ।
আকাশটা হয়ে যাচ্ছে সাদা-ফ্যাকাসে,
নীল তার নাই যে পাবে কোথা সে ।
রাত গুলো বাড়ছে ঘন আঁধারে,
জোৎস্নার দেখা আর পায় নাকো সে......


আমার ও যে সময় ফুরোচ্ছে....
কিন্তুু আজো হলনা যে একটি কবিতা লেখা-
হলনা যে ভালমত তোমায় দেখা......।  


                                              নীলদরিয়া
                                            ০৯/০৭/২০০২