পথের শেষে কেউ নেই আমার,কেউ নেই!
তবুও হেটে চলেছি নিরন্তর,ধুসর ধূলুর পথ বেয়ে
আজন্ম এই চলা; জন্ম জন্মান্তরের ধারায়।
হেটেই চলেছি আমি প্রবাহিত ধারায়
কি নিদারুন রৌদ্রখড়ায়
পথের শেষে কেউ নেই আমার,
কেউ নেই...।


কখনো ঝড়ের বেগে দুই এক পশলা বৃষ্টি
এসে ভিজিয়ে দিয়ে যায় আমায়:
সুখ স্বপ্ন এসে ছোবল মাড়ে, কাল কেউটের ফণায়
বাতাসে ভাসে চেনা শরীরের গন্ধ বিষ:
নেশাতুর আমি ভুলে যাই,
কেউ নাই.....
কেউ নাই.....।