আমার একলা সময় যখন ফিকে হয় রঙ
যাতনা যখন মনের তলায় তলিয়ে যায় ডুবে,
মন খারাপগুলো চায়ের পেয়ালায় ধোঁয়ায় উড়ে
অতল ভাবনায় ফিরে যাওয়া দিনগুলি য়খন
মেলতো প্রজাপতির পাখনা রঙ বেরঙ!


বিষাদ যখন মন ছুঁয়ে যায়
ক্লান্ত পা শিশির ভেজায়,
চোখের কোণে যখন আঁধার নামায় জল
আমার সুরের গানগুলি সব বাজে শুধু বেসুরে,
জোছনার স্রোতে ভেসে যায় কষ্টগুলো সুদূর।


আমি ছুটি যাই, আমি ছুটে যাই,
হাতছানি দেয় আমার সবুজেরা,
আমার লাল, নীল, হলুদ সব ফুলেরা
ছুটে এসেছি আজ সব ফেলে তাই।
কালিমা ছিলো যত মনের তলায় তলিয়ে,
দূরে ঠেলে সব সখ্যতা করেছি তাদের সাথে।
আজ বুঝি হলো মন দেয়া নেয়া সবই,
পেয়েছি ফিরে যেন আমার আমিই!