এই দেশ আমার জন্মভূমি
সবুজ শ্যামলে অপরূপ রূপসী
যতই এই রূপের করি বন্দনা
হবে না কিছুতেই তার তুলনা।


নদ নদী পাহাড় পর্বতে ঘেরা
মাছে ভাতে বাঙ্গালী আমরা
তাই তো মোদের গর্ব একটাই
সবার প্রিয় এদেশ সেরা।


এমন দেশটি পাবে না কোথাও আর
ছয় ঋতুতে ছয়টি রূপ তার
এ মাটির গন্ধে হই মোরা
মন আকুল পাগল পারা


লাখো শহীদের রক্তে রাঙ্গানো
দেশটি আমার লাল সবুজে সাজানো
ভুলবো না কোনদিন এই  ইতিহাস
আমার অহংকার আমার বাংলাদেশ।।