আমার খুব ইচ্ছে করে-
কোন এক ভোরের পুব আকাশে
সূর্যটা যখন তার রক্তিম আভা ছড়িয়ে
দিনের শুরুটা জানান দেয়,
তখন, জানালার পর্দাটা সরিয়ে
এক কাপ মালাই- চা হাতে
আর চুড়ির রিনিঝিনি শব্দে
তোমার ঘুম ভাঙ্গাই!
বড় ইচ্ছে করে আমার –
কোন এক ভর দুপুরে রোদের
তপ্ত গরমে সদ্য স্নান শেষে
পরিপাটি হয়ে, ভেজা এলোকেশে
গরম ভাত আর মাছের ঝোল রান্না করে
তোমার জন্য অপেক্ষায় থাকবো,
তুমি নেয়ে ঘেমে আসবে বলে।
আমার বড় ইচ্ছে করে-
কোন এক সন্ধ্যার গোধূলীলগ্নে
বারান্দা-বাগানে বসে দু’জনে
চায়ের কাপ এ চুমুক দেই।
উপভোগ করি দিনের শেষ লগ্নটা
আর বাগানে প্রজাপতির খেলা।
আবার,
কোন এক ঘন বরষার বেলায়
আমার খুব ইচ্ছে করে
তোমার হাত ধরে
খোলাসবুজ প্রান্তরে
হেঁটে বেড়াই।
আর ভিজে সারা হই!
আমার ইচ্ছে করে খুব-
কোন এক পূর্ণিমা রাতে
শীতলপাটি বিছানো ছাদে
আর উন্মোক্ত আকাশের নীচে
জোৎস্না স্নান করতে করতে
তোমার কণ্ঠে গান আর
কবিতায় আমি মুগ্ধ হই।