"আমার মন"
      ছোট্ট একটি শব্দ মন
  আর এই মনের বিশালতা
এতটাই গভীর, যে গভীরে
   ডুব দিলে আমি শুধুই
      অভিভূত হই।
তার হৃদয়ের মহানুভবতার
টুকরোটুকরো ভালবাসায়
আমি বার বার পুলকিত হই।
ছোট্ট ছোট্ট মান অভিমানে
ভরা শাসন আর যত্নে
লোভাতুর আমি মুগ্ধ হই।
দুনয়নের শান্ত ও স্নীগ্ধ শীতল
     দৃষ্টিতে লাজুক আমি
      ভীষণ শিহরিত হই ।
ঐ অধোরে উচ্চারিত কবিতার
কন্ঠস্বর যখন কানে রিনিঝিন
শব্দে বেজে ওঠে আমি
পরম আবেশে আপ্লুত হই।
মন আমার সে তো চিরাচরিত
সবুজে ঘেরা বিশাল প্রান্তর
যে সবুজে আলতো পায়ে
আমার অবাধ বিচরণ ।
এ যে আমার রচিত অনন্য
এক বাগানবিলাসী ভুবন
মন আমার শুধুই আমার মন।