কবে যেনো শেষ ভোর দেখেছি,
তোমায় নিয়ে শিশির ভেজা ঘাসে হেটেছি
মনে নেই আমার।
কথা ছিলো নিত্য ছুঁয়ে দেখবো
পাতায় ঝরা  শিশিরবিন্দু !
শিউলি কুড়িয়ে দিবে অঞ্জলি ভরে,
আজ কি শুধুই  অশ্রুবিন্দু !
মনে নেই কি তোমার?
এখনো তো ভোর হয় পাখি ডাকে সুরে
শিশির, ঝরা ফুল আগের মতো আছে সবই,
রইলো পরে শুধুই কথা এককোণে !


আমারও তো মন চায়..
ছুঁয়ে যায়  সব সাথে নিয়ে তোমায়,
ভোরের আকাশে পাখিদের
ডানা মেলে উড়া,চেয়ে দেখি
স্বপ্ন আঁকা চোখে দুজনায়।
তোমারও কি চায় মন?
আজ কেন দূরে দূরে,
শুধু ভাবনায় অকারণ !


আমারও তো মন চায়…
পাখি হয়ে উড়ে যায় কাছে,
কথাগুলো সুরে সুরে গুঞ্জন তুলি
তোমার কানে কানে।
এতোবার  আসি যায় পাশে রই
বুঝতে কি পারোনি একবারও
প্রয়োজনটা কি আমার।
কখনো তো বললে না কই?
আমারও তো মন চায়…
ঝরা শিউলি হয়ে উঠি
তোমার হাতের মুঠোয় !
সুবাস মেখে আবির ছড়িয়ে মনে
আবেশে জড়িয়ে থাকতে অঙ্গ।