বাবা,
এমন করে না বলে কেন ঘুমিয়ে পরলে?
কই প্রতিদিন তো ঘুমানোর আগে আমায় ডাকতে?
তুমি না ঘুমালে কত্তো বকেছি তোমায়!
কতবার বলেছি চোখ বন্ধ করো,
চোখ খোলা রেখেছো কেন?
ছোট্ট শিশুর মতো বকা শুনে
একটু চোখটা বন্ধ করে আবার খুলতে।
যেই দেখতে আমি পাশেই!
কি সুন্দর আবার ঘুমোতে।
আমি তো তোমাকে এভাবে
চোখ বন্ধ করতে বলিনি!
এমন করে ঘুমোতে বলিনি আমি।
আমি বকবো তাই বলে
এভাবে ঘুমিয়ে পরলে?
এখন যে আমার ঘুম হয় না!
একটু তন্দ্রায় মনে হয় এই বুঝি
তুমি ডেকে উঠছো_
আম্মা…….!
                 তোমার মেয়ে।