বিজয়ের কেতন উড়ে এলো যে ডিসেম্বর মাস,
লক্ষ্য প্রানের তাজা রক্তের লাল সবুজের জমিন।
আজ বিজয়ের উল্লাসে করি মোরা তোমাদের স্বরণ,
তোমাদের ত্যাগই অর্জিত স্বাধীন সার্বভৌম  দেশ।


আমরা গর্ববোধ করি স্বাধীন দেশের নাগরিক বলে
আমরা অহংকার করি এ দেশ সোনার বাংলা বলে,
এ মাটির গন্ধে মিশে আছে তোমাদের তাজা রক্তের গন্ধ।
ধন্য মোরা ধন্য এ মাটিতেই মোদের হলো জন্ম।


এই বাংলার বুক আজ সবুজ শ্যামলীমা তোমাদের হাসিতে
পাখির কলকাকলিতে মুখরিত পদ্মা,মেঘনা,যমুনার দেশ,
হাজারো স্মৃতিতে ফিরে আসো বার বার বিজয়ের উল্লাসে,
আজ অশ্রু জলে নয়, চারিদিক হবে শুধু বিজয়ের গান।


মা তোর সন্তানেরা তোর বুকে ফিরিয়ে দিলো সোনার বাংলা,
মা গো আজ তোর বেদনার দিন নয়, ওদের বরন করার দিন!
ওরা আসবে এভাবে, ভালোবেসে প্রান দিয়ে গেছে যারা,
বাংলার বুকে মানচিত্র এঁকে উড়িয়ে বিজয়ের পতাকা।