ঘর ভর্তি মানুষ
তবু কেমন ভাবনায় আসিস।
শূন্য বারান্দা মেঘলা আকাশ,
সবই তো ভালো জানিস।


পুরোনো কাঁথার ভাঁজে
শীত শীত অলস দুপুরে,
জড়িয়ে থাকিস কেমন
ঘুমের বিষাদে।


ছায়ার সাথে চলি
এই একলা আমি।
তবু ভীরের মধ্যে,
হঠাৎ হারিয়ে ফেলি।


জীবনের অঙ্ক কষেছি
বারবার শূন্য পেয়েছি।
স্বপ্নের  অক্ষরগুলোকে,
পুড়েছি ধূসর বিষাদে।


দক্ষিণের হাওয়ায় এলে,
ভরিয়ে আকাশ নীলে।
একলা দাঁড়িয়ে শিয়রে,
তবু আছিস নিরব জলে।


এখন বিষন্ন জীবনে
শুধু আলোছায়া নামে।
এখন নিথর নীলিমা
পথ হেঁটে চলে একলা।