নদীর জলে উথাল ঢেউ
কানে বাজে চেনা সুর,
পিছুডাকে বারে বার
স্মৃতিগুলো ভেসে যায় মনে
বলো ভুলি কি ভাবে?


কেটে যায় সময় স্রোতের টানে,
ঢেউয়ে ঢেউয়ে কূল ভাঙে!
তবু যেনো স্বপ্নদিন গুনে,
স্মৃতিগুলো ফিরে ফিরে আসে
বলো ভুলি কি ভাবে?


জানালার গ্লাসে শিশির জমে,
নীদহীন কাটে তাই গহীন রাতে।
বিষন্ন মনে চোখ ভরা জল,
স্মৃতিগুলো বেদনায় ফিরে রাত ভর
বলো তুমি ভুলি কি ভাবে?


ভোর কেটেছে আলোর বিষাদ সুরে
দিনগুলো সব অলস মেঘে ঘুরে,
চোখ মেললেই দেখি ধুলোমাখা আরশীতে
স্মৃতিগুলো ছুঁয়ে যায়  হৃদয় কোণে !
বলোতো ভুলি কি ভাবে?