সন্ধাকাশের তারা তুমি
আলো ছড়িয়ে যাও মনে।
রাতের আকাশের জোছনা তুমি
স্নানে আামায় সিক্ত করো ক্ষনে।
দুপুর রোদের তপ্ত গরমে!
একটু হিমেল হাওয়া তুমি।
পাখির ডাকে ঘুম ভাঙা ভোরে
প্রথম মিষ্টি আলো সে তুমি।
বরষার রিমঝিম শব্দ তুমি,
শুনতে পাই তোমার পদধ্বনি।
তুমি মিশে আছো ষড়ঋতুতে
আগলে রেখেছো আমায়
ছায়ামন হয়ে আবেশে আলিঙ্গনে।