একুশটি বছর আগে,
আকাশের বুকে ঠিকানা লিখেছি!
তারার দৃষ্টিতে নীল স্বপ্ন দেখেছি।


তুমি আমার নতুন দিনে ভোরের আলোয় স্পর্শ হলে
আমার তুমি আলতো পায়ে শিশিরের পরশ,
তুমি  মিষ্টি রোদে খেলে যাও লাজুক চিবুকে !


ঐ নীলে অধর ছুঁয়ে দিলে জোছনায়!
জোয়ারের উচ্ছাসে খেলেছি বালুকায়,
সূখের পালক উড়িয়ে দুজনে….
ছুটেছি অনেক দূর দূরে যাওয়ার নেশায়।


কতটা ঝড়ের তান্ডব খেলায়
ক্ষয়ে ক্ষয়ে গেছে বেলা অবেলায়!
কতটা দগ্ধ হয়েছি অনল তাপে,
তবু চলেছি পথ…..
সবটুকু দুঃখ শুষে নিয়ে
না পাওয়ার কষ্ট ভুলে,
পুরোনো দিন আলো নিশি ঢেকে!
খুলেছি মনের জানালা দখিনা হাওয়ায়।


তোমার ঠোঁটে মিষ্টি সকাল আমি
তোমার আমি হঠাৎ বৃষ্টি,
মেঘের গায়ে ভেসে ভেসে
চলেছি পাশে পাশে,
ছায়াঘুম হয়ে তোমার চোখে।
তোমার নামেই একটি বিকেল,
আর জীবনের যতো গল্প গান।


ঘুমপাড়ানি জেগে,রাত বিরেতে,
অহর্নিশ তুমি আছো…
স্বপ্ন চোখে আঁকা সোনালী রোদ্দুরে,
আর তোমার আমি?
নীল আকাশের বুকে
এক সমুদ্র ঢেউ।



,