আমার একলা তরী ভাসে দরিয়ায়
শূন্য চারপাশ চলতে গিয়ে থমকে দাঁড়ায়
নিয়ম মেনে বয়ে যায় নদী নিজস্বতায়
চাঁদ সূরুযের চক্রে পড়ি রূপ বদলায়।


দিশেহারা একলা আমি ভীষন জোয়ারে
ভাসতে ভাসতে মাঝ দরিয়ায় শংকিত প্রাণে
শূন্য দৃষ্টিতে খুঁজি ফিরি অথৈ জলে
এই বুঝি হারালেম সব ঢেউয়ের তালে।


হেথায় হোথায় আমি কিবা হারায়
জানি তার মন বুঝা বড় দায়
ক্ষণেক্ষণে ভাটার চড়ে আটকে যায়
অর্হনিশ জাগি আমি তোমার অস্হিরতায়।


কখনো ভাসাও মোরে কখনো কাঁদাও
সর্বস্ব আমার দিয়েছি তোমার নামেই
চাওয়া আজও বুঝতে পারলে নাকো
তবুও একলা তরী কূল খুঁজি না পাই
তুমি বিনা অকূল দরিয়ায় ভেসে যাই।