ভাবনার নেই কোনো হাত পা
মনের ভিতর করে শুধু তাড়া,
কখনো পাখির মতো ডানা মেলে
আনন্দেতে বেড়ায় খোলা আকাশেতে।


মন চলে যায় ওই  আকাশ চূড়োয়
হয়ে সে মেঘবালিকার সই!
বৃষ্টির জল ছিটিয়ে সারা গায়ে,
বললে মেঘবালিকা, ফিরে যাও এবার তবে।
রইলেম আমি তোমার পথ চেয়ে,
দেখা হবে আগামী বরষার দিনে।


ফিরে যায় মন ওই দূর সাগরের পাড়ে
সাথী হয়ে রইবো আমি তোমাদেরই দলে।
পায়ের কাছে আছড়ে পড়ে ঢেউয়ের জল!
সাগর বলে, শুষে নিলেম দুঃখ সবই তোর।
সব ভুলে এবার তবে ফিরে চল!
দেখা হবে আবার যখন নামবে জোয়ারের ঢল।


মন উড়ে যায় ওই দূর কাশবনে
কইবো কথা বাতাসের কানে কানে।
মিষ্টি পরশ বুলিয়ে যায় কাশের দোলায়,
কাশবন বলে দোল হয়ে রবো তোর অপেক্ষায়।
আবার যখন হবে তোর উদাস মন!
দেখা হবে সেই কোনো এক শরতের দিন।


এবার মন ফিরে চলে ছোট্ট কুটিরে
বাস্তবতায় কড়া নাড়ে স্বপ্ন বুননে।
যায় দিন শেষে! মিলবে কি বরষা, শরতে?
ডুবে যায় এলোমেলো ভাবনার অতলে।