ওগো পরানের বন্ধু আমার
কোন বাঁধনে জড়ালিরে তুই আমারে?
হৃদ পিঞ্জরে রাখিলাম তোরে লুকায়ে
ভিরু চোখে স্বপন আঁকি তোরে লয়ে
আসবি কি তুই  গাঁয়ের পথে আমার?


তোর  ছায়া ফেলেছি হৃদয়ের মাঝে
তাই তো ডাকে মোরে বারে বারে তোরই কুয়াশা
ভিরু ভিরু পায় বারেক ফিরে চাই
আসিস যদি তুই গাঁয়ের পথে বরষা হয়ে!


তোরে যে আঁকি আমি মেঘের গায়ে
শ্রাবণ হয়ে কোমল সুরে ডাকবি আমারে,
নুপুর পায়ে ছন্দের তালে রাখি তোরে আড়ালে
ফিরিস যদি তুই দৃশ্য আঁকি তাই স্বপ্ন চোখে।


ঘর বেঁধেছি তোরে লয়ে মনে, আঁধারের কাছে
সৃষ্টি সুখে মোরা বানের জলে মিলেছি মোহনায়।
কোমল ছায়ায় রাখি তোরে কাজল দিঘির ছোঁয়াতে,
আসবি কি তুই আমার ঘর বাঁধার স্বপ্নে!