কান পেতে রই
        আমি কান পেতে রই
       ঝিরিঝিরি হিমেল হাওয়ায়
       আমার হৃদয় দোলানো
       তোমার পদধ্বনি শুনবো বলে।


      আজ এলো ঐ ফাল্গুন দিন
      ফুলে ফুলে সুরভিত চারিদিক
      শিমুল পলাশেরা খুশিতে মেতেছে
      বসন্তের ডাক শুনে হিল্লোল তুলেছে
      বাতাসের কানে কোকিলের কন্ঠে
      সুমধুর সুর তার বাজে।


     আমি কান পেতে রই
     সেই সুরে সুরে হারাবো বলে।
     সময়ে অসময়ে খেয়ালে বেখায়ালে
    আকাশে বাতাসে ছড়িয়ে ছড়িয়ে
    আমায় ব্যাকুল করা
    তোমার কন্ঠে বেজে উঠবে
    ভালোবাসি ভালোবাসি বলে
    আমি কান পেতে রই।।