বাস্তবে তুমি নাই বা হলে
       তুমি আছো আমার কল্পনাতে।
       নিভৃতে কোন স্বপ্ন দেখা অভিসারে
       বিস্মৃত সব স্মৃতিদের দুরে ঠেলে
       তোমার ভালবাসা টের পাই অনুভূতিতে।
      নাই বা পেলাম তোমার ছোঁয়া
       বাঁধ না মানুক আমার
       চোখের জলের নদী ।
       চাইবো না আর তোমায়
       আপন করে পেতে ।
       রেখেছি তোমায় আমি
       বড় স্বযতনে হৃদয়ের কুটিরে ।
       বৃষ্টির রিমঝিম শব্দে
       কান্নাকে আড়াল করি
      ব্যথা ভরা কষ্ট জমিয়ে বুকে
      বেশ তো আছি তোমায় নিয়ে
      কল্পনাতে স্বপ্নের জাল বুনে ।
      তুমি আছো আমার হাসি
     আর আনন্দে মিলেমিশে
     একাকার হয়ে জড়িয়ে রয়েছো
    ছায়া হয়ে আমার জীবনে ।
   ছায়া প্রদীপ শিখার মতো
    আলোয় আলোয় প্রজ্জ্বলিত
    করেছো আমার সবকিছু কে।
    হোক না কল্পনায় তুমি
    ভালই তো আছি কল্পলোকে
   'এই আমি"।