বুকের বাম পাশের গভীরতায়
অনেক স্মৃতি আর না বলা কথা
জমিয়ে রেখেছিলাম।


রাত শেষে ভোরের হাসির ঝলকে
ছোট্ট ছোট্ট নুড়ি পাথরের মতো
ভালোবাসা কুঁড়িয়েছিলাম।


অসীম চোখে একটু বোঝার জন্য
ঠাঁই দাঁড়িয়ে ছিলাম,
সেদিন রক্ত লালে আকাশ জুড়ে
তোমার হৃদয় দেখবো বলে,
চোখের কোণে ভীড় জমিয়ে ছিলাম।


তোমাকে বলা হলোনা কিছুই
অনুক্ষণ ক্ষত বিক্ষত করে,
হাজারো শব্দের নিষ্ঠুরতা।
প্রতিদিন প্রেমের চাষাবাদ করি
নীলের আঁচল জড়ায়ে,
ঘর বাঁধি আমি মেঘের ওপারে।